1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ  সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা অন্যতম একটি মাধ্যম : আমিনুল হক মনোহরদীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিলেন জিয়াউর রহমান- আবু নাসের মোঃ রহমাতুল্লাহ দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাছেদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে পৌষ পার্বণের অনবদ্য আয়োজন মৃধাবাড়ি ও শনির আখড়া রোডের বেহাল দশা। রসুল সা এর মিরাজের উপহার। রাজধানীর পল্লবী ৫ নম্বর ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে স্বেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ।। চিরস্থায়ী ঠিকানা কবরস্থানে সমাজসেবক তোফায়েল আহমেদ জুয়েল এর ব্যাতিক্রমধর্মী উদ্যোগ

‘প্রতিটি সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার দেখা হয়েছে

তদন্ত সাপেক্ষে প্রতিটি সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ বুধবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ অক্টোবর বিএনপি ও পুলিশের সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কেউ যদি কোথাও কর্মসূচি দেয়, সেই কর্মসূচি পালনের অধিকার মানুষের আছে। সেটা তারা দিতে পারেন। কিন্তু একজন স্বাধীনভাবে যেন চলতে পারে সেটাও তার অধিকার। সেই ব্যক্তির স্বাধীন চলাফেরায় বাধা সৃষ্টি করলে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা তা গ্রহণ করতে যাচ্ছি।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। যখন তারা উশৃঙ্খল আচরণ করেছে আমরা তাদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। কিন্তু কোনো কারণ ছাড়াই তারা হঠাৎ একটি বাসে আগুন দিয়েছে। তখন একটি বাসে লোকজন আসছিল সেই বাসে তারা হামলা করেছে। সেদিন কিন্তু অবরোধের কোনো কর্মসূচি ছিল না। রাস্তা বন্ধ থাকবে এমন কোনো কর্মসূচিও ছিল না। তারপরেও অহেতুক তারা আমাদের ও সাধারণ মানুষের ওপর হামলা করেছে।

তিনি  বলেন, যখন কেউ বাসে আগুন দেয় মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, সরকারি সম্পদ নষ্ট করে তখন তো তা প্রতিহত করা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করেছি। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল আমরা তাদেরকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার আমরা ততটুকু করেছি। তার বেশি করিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করা মিয়ান আরিফী এবং সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীর বিষয়ে করা প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা বিষয়টি যাচাই করে দেখছি। এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা কিছু প্রকাশ করতে চাচ্ছি না। আমরা প্রতিটি জিনিস খতিয়ে দেখছি।’

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com