বঙ্গনিউজবিডি ডেস্ক: কার্যত সেমিফাইনালের আশা শেষ পাকিস্তানের। তবে কাগজে-কলমে যেটুকু সম্ভাবনা আছে সেই অসম্ভবকে সম্ভব করতে হলেও ইংল্যান্ডের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিং নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল বাবর আজমদের জন্য। এমন ম্যাচে টস ভাগ্য সহায় হলো না ম্যান ইন গ্রিনদের জন্য। বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
শনিবার (১১ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
বিশ্ব আসরে আট ম্যাচ খেলে চারটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। আজকের ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেই কেবল নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে যাওয়ার আশা ছিল বাবর আজমদের। তবে টস হেরে সেই আশাও ধূলিসাৎ হয়ে গেছে।
অন্যদিকে ৮ ম্যাচে ৬ হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লড়াইটা শুধু সম্মান রক্ষার। তবে ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড। ৯১ দেখায় ইংলিশদের ৫৬ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৩২টিতে। তিন ম্যাচের কোনো ফল হয়নি।