প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর থেকে আদমজী-চাষাঢ়া সড়কের আরকে গ্রুপ সংলগ্ন সড়কের পাশে বাসটি দাঁড়ানো অবস্থায় ছিল। হঠাৎ সন্ধ্যার পর মানুষজন বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করে। পরে তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আমরা ৬টা ৪৭ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে যাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আমাদের আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে। কে বা কারা আগুন দিয়েছে বা কীভাবে আগুন লেগেছে এখন বলা যাচ্ছে না।