জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে পূর্ব বিরোধের জেরধরে হামলায় আহত হয়েছেন স্বামী-স্ত্রী। আহতরা হলেন, গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই ফাঁড়ির মৃত হেমন্ত মুন্ডার ছেলে, টম্বু মুন্ডা (৩৫), টম্বু মুন্ডার স্ত্রী রিতা মুন্ডা (৩০), হামলার ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৪/নভেম্বর) বিকাল ৪ঘটিকায় বাদীর বসত বাড়ীতে। স্থানীয় এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে প্রায় সময় মৃত হেমন্ত মুন্ডার ছেলে লালু মুন্ডা (৬০) ছোট ভাই টম্বু মুন্ডার বাড়ীর উঠানে আসিয়া মদ খেয়ে মাতাল অবস্থায় ঘরের সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণে হত্যা করার হুমকি দিতো। ঘটনার দিন আহতদের বসতঘরের ভিতরে লালু মুন্ডা হামলা করেন ঘরের মালামাল ভাংচুর করে। লালু মুন্ডা অশ্লীল ভাষায় গালিগালাজ করে ফলে টম্বু মুন্ডার পরিবার অতিষ্ঠ। একপর্যায়ে লালু মুন্ডা টম্বু মুন্ডার স্ত্রী রিতা মুন্ডাকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে লীলা ফুলা জখম করে। মাটিতে ফেলে টানা হেছড়া করিয়া তাহার শ্লীলতাহানি করে। টম্বু মুন্ডা তার স্ত্রী কে উদ্ধার করতে গেলে তাকে কিল, ঘুষি, লাঠিদিয়ে মারিতে থাকে। তাহারা চিৎকার করিলে কুচাই ফাঁড়ির স্থানীয়রা আহতদের উদ্বার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় টম্বু মুন্ডা অভিযোগ দায়ের করেন। তিনি তদন্ত সাপেক্ষে বিবাদীর বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।