1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

হরতালে স্থবির মহাখালী বাস টার্মিনাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর দেশব্যাপী হরতাল কর্মসূচির প্রথম দিন রোববার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছাড়েনি বেশিরভাগ বাস। তবে ঢাকা-ময়মনসিংহগামী এনা পরিবহণের বাস টার্মিনাল থেকে ছেড়েছে। এছাড়া সৌখিন পরিবহণের একটি বাস সকালে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে।

বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, টার্মিনালে সারি সারি বাস দাঁড়িয়ে আছে। এসব বাসের স্টাফরা জানান, যাত্রী না থাকায় তারা টার্মিনাল থেকে বাস ছাড়ছেন না। তবে নির্দিষ্ট সময় পর পর এনা পরিবহণের বাস ছেড়ে যেতে দেখা গেছে।

ঢাকা-জামালপুরগামী বৈশাখী পরিবহণের বাসের বুকিং মাস্টার আব্দুল মালেক বলেন, সকাল থেকে কোনো বাস টার্মিনাল থেকে ছাড়েনি। তবে বিকালে যাত্রী হলে ছাড়ার পরিকল্পনা আছে।

এনা বাসের কাউন্টারের স্টাফ নাহিদুর রহমান বলেন, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২০টি বাস যাত্রী নিয়ে ছেড়ে গেছে। প্রতিটি বাসে ৪০ জন করে যাত্রী যাচ্ছেন।

এদিকে অবরোধ-হরতালে বাস না চলায় বিপাকে পড়েছেন গাড়ির স্টাফরা। বোববার সন্ত্রাস, নৈরাজ্য-সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিকরা। দুপুর ১২টার দিকে শতাধিক শ্রমিক এ প্রতিবাদ সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com