বঙ্গনিউজবিডি ডেস্ক : যুদ্ধবিরতির পঞ্চম দিনে চুক্তি অনুসারে আরও ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে রেডক্রসের মাধ্যমে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, রেডক্রসের প্রতিনিধিরা ১২জিম্মিকে মিশরে স্থানান্তর করেছে। মুক্তিপ্রাপ্ত জিম্মিদের গাড়ি বহর বর্তমানে মিশর দিয়ে কেরাম শালোমে মিটিং পয়েন্টে যাচ্ছে। নিরাপত্তা প্রতিনিধিরা মিটিং পয়েন্টে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের পরিচয় যাচাই করবেন। জিম্মিদের পরিবারকে আইডিএফ প্রতিনিধিরা সর্বশেষ তথ্য দিয়ে আপডেট করছেন।
আইডিএফের বিবৃতির কিছুক্ষণ পর ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় আরও একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, হামাসের হাতে জিম্মি আর ১২ জন এখন ইসরাইলে ফিরে এসেছে।