বঙ্গনিউজবিডি ডেস্ক: কিশোরগঞ্জ-২ আসনে মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বিএনপি থেকে বহিষ্কৃত মেজর আখতার ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রোববার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিল করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনাময় ব্যাংক ঋণ ও মামলার তথ্য গোপন করায় আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-২ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া এ আসন থেকে তৃণমূল বিএনপির মো: আহসান উল্লাহ ও গণতন্ত্রী পার্টির মো: আশরাফ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছেন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ। তিনি শেখ মুজিবুর রহমান হত্যা মামলা, পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন।