বঙ্গনিউজবিডি ডেস্ক: সরাইলের ছোড়া গোলায় লেবাননের একটি গ্রামের মেয়র (গ্রামপ্রধান) নিহত হয়েছেন। গাজা যুদ্ধ নিয়ে ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে বৈরী সম্পর্কের মধ্যে সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।
নিহত ব্যক্তির নাম হোসেন মনসুর। নিহতের আত্মীয় মোহাম্মদ মনসুর সংবাদমাধ্যমকে জানান, সোমবার ইসরাইলের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার (মাইল) দূরে তাইবেহ গ্রামে হোসেন মনসুরের বাড়িতে গোলা ছোড়া হয়। এতে হোসেন নিহত হন।
তবে এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইলের সেনাবাহিনী।
গত রোববার ইসরাইলের সঙ্গে লেবাননের সীমান্তে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ বিস্ফোরক ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে তাক করে রেখেছে। অন্যদিকে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহর ও গ্রামে ইসরাইল বিমান হামলা চালাচ্ছে।
হিজবুল্লাহর একজন কর্মকর্তা জানান, লেবাননে হামলা বাড়িয়েছে ইসরাইল। অন্যদিকে ইসরাইলের সরকারের একজন মুখপাত্র হামলা বাড়ানোর জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন।