বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেস প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নির্বাচনী প্রতীক পেয়েছেন ‘ডাব’।
সোমবার (১৮ ডিসেম্বর) বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাকে এ প্রতীক বরাদ্দ দেন। সংবাদমাধ্যমে হিরো আলম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রতীক নিতে তিনি বা তার প্রতিনিধি বগুড়া কার্যালয়ে যাননি।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘ডাব’ প্রতীক পেয়েছি জানি। আমি ঢাকায় কিছু কাজে ব্যস্ত থাকায় বগুড়া যেতে পারিনি। আগামী বুধবার আমার প্রতীক নেব।
প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, এবার আমার নির্বাচনী মার্কা ‘ডাব’। এই মার্কা নিয়ে মাঠঘাট চষে বেড়াতে চাই।
সংবাদমাধ্যমে হিরো আলম আরও বলেন, এ পর্যন্ত আসতে যেভাবে জনগণ আমাকে সমর্থন দিয়ে এসেছেন, আশা করছি ভবিষ্যতেও তারা আমার পাশে থাকবেন।