গত ১৮ ডিসেম্বর সকাল ৬টা থেকে অদ্য ১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ বিকেল ৫টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক ৩টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৩টি বাস ও ১টি ট্রেনের ৩টি বগি ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ও ৩০ জন জনবল কাজ করে।
১৯ ডিসেম্বর সকাল ০৫-০৪ ঘটিকায় নগরীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ৩টি বগিতে আগুন।
১৯ ডিসেম্বর সকাল ০৬-২৮ ঘটিকায় নগরীর শনির আখড়া বাস টার্মিনাল ‘বোরাক পরিবহন’ নামক ১টি বাসে আগুন।
১৯ ডিসেম্বর সকাল ০৭-২৪ ঘটিকায় নগরীর মেরাদিয়া, বনশ্রী এলাকায় ‘রবরব পরিবহন’ নামক ১টি বাসে আগুন।
১৯ ডিসেম্বর সকাল ১৩-০৪ ঘটিকায় নগরীর গুলিস্তান জিপিও-এর সামনে ‘মালঞ্চ পরিবহন’ নামক ১টি বাসে আগুন।
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৮৪টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
এতে ২৮০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে: বাস ১৭৫টি, ট্রাক ৪৫টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৮টি। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।