বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতকরা ১০ জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্ববান জানিয়েছে হিন্দু আইনজীবী মহাজোট। পাশাপাশি দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে মানববন্ধন করেন সংগঠনের নেতারা।
আইনজীবী মহাজোটের আহবায়ক অ্যাডভোকেট তরুণ কুমার গুহের সভাপতিত্বে কর্মসূচিটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী গৌরাঙ্গ চন্দ্রকর।
এতে আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মানিক কুমার শীল, হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, অ্যাডভোকেট পঙ্কজ কুমার দাশ, অ্যাডভোকেট সরল কুমার রায়।
বক্তারা সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারের দাবি, কিছু কিছু জায়গায় ধ্বংসকৃত মন্দির নির্মাণসহ পুনঃসংস্কারের ব্যবস্থা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতকরা ১০ জন হিন্দুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবি জানান।