বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন জয়নুল আবদিন ফারুক। পরে আজ করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে।
তিনি আরো জানান, গত সপ্তাহে জয়নুল আবদিন ফারুকের নোয়াখালী বাড়ির দু’জন স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তারা এখন সুস্থ আছেন।