(কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লার দেবিদ্বারে শীতার্তদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ’র দেবিদ্বার শাখার উদ্যোগে ৫ শত কম্বল বিতরণ করেছেন।
সোমবার বিকেল সাড়ে ৪ টায় শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ’র দেবিদ্বার শাখা ব্যবস্থাপক মো. মইন উদ্দিন’র সভাপতিত্বে এবং সহ-ব্যবস্থাপক মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ডাঃ মানসুরুল হক, অধ্যাপক ফোরকান আহমেদ, অধ্যাপক যাদব দেবনাথ, সমাজ সেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি হাজী মোসলেহ উদ্দিন মানিক ভুইয়া, আব্দুস সবুর, বাবুল হোসেন, ব্যাংক কর্মকর্তা মো. কামরুল হাসান, মো. শরীফ হাসান প্রমূখ।
আলোচকরা বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ সব সময়ই শীতার্তদের মাঝে শীত কম্বল, শীত বস্ত্রবিতরণই নয়, শিক্ষাবৃত্তিসহ উপকার ভোগীদের সহায়তা করে আসছেন। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।