1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন শুরু আজ, ভাষণ দেবেন ড. ইউনূস হাসপাতালে আহতদের ক্ষোভ ‘ষড়যন্ত্রমূলক’, শেয়ার করলেন হাসনাত-সারজিস সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর হামলা, রাজবাড়ীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার পটুয়াখালী জেলা গলাচিপায় উত্তর চর কাজল গ্যাস ফিল্ড ৬ তম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পছন্দের প্রার্থীকে ভোট দিবে : আমিনুল হক গুমের বিরুদ্ধে আইন করতে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই: আইন উপদেষ্টা দলীয় দাসত্ব থেকে বের হতে সবার মতামত প্রয়োজন: আসিফ মাহমুদ বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ শুরু

“কুমিল্লা- সিলেট মহাসড়ক অবরোধ- বিক্ষোভ- মানববন্ধন; ভোগান্তিতে পরিবহন যাত্রীরা”

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১১১ বার দেখা হয়েছে

মামুনুর রশীদ : দেবিদ্বারে আলোচিত ব্যবসায়ি সায়েম হত্যাসহ একাধিক হত্যা-ধর্ষণ-জবরদখল মামলার আসামী ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমের ফাঁসীসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবীতে হত্যাকান্ডে জড়িত চেয়ারম্যনের পুত্র আব্দুল্লাহ আল-মামুন ও তার দুই সহযোগী মো. মোস্তফা ও মিন্টু মিয়াসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবীতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ- মানববন্ধন- প্রতিবাদ সভা করেছে কয়েকশত এলাকাবাসী। মানববন্ধন চলাকালে দির্ঘযাজটে কবলে প্রায় ঘন্টাব্যপী প্রচন্ড তাবদাহে ভোগান্তিতে পড়ে পরিবহন যাত্রীরা।

প্রায় কয়েকশত নারী- পুরুষ ব্যানার ফ্যাষ্টুন, প্লেকার্ড নিয়ে একটি বিক্ষোভ মিছিল সহকারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড় হয়ে থানা গেইট এবং পরে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্তরে এসে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ৯নং গুনাইঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুকবল হোসেন মুকুল, ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক ওবায়দুল হাসান রাসেল, যুব ইউনিয়ন কুমিল্লা জেলার সাবেক সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার, নাজিম উদ্দিন মাষ্টার, ইউনুছ সরকার, সায়েম হত্যা মামলার বাদী মো. আবু কাউছার সরকার, এমরান,কাজী আল আমিন প্রমূখ।
বক্তারা বলেন, গত ঈদের ছুটিতে সায়েম হত্যাসহ ৫ দিনে ৪ খুণের একটির রহস্য উদঘাট করতে পারেনি পুলিশ। এসব হত্যান্ডের সাথে জড়িতদের মধ্যে সায়েম হত্যা মামলার আসামী খোরশেদ আলমকে আওয়ামীলীগ নেতা ছিদ্দিকুর রহমান ধরে পুলিশে সোপার্দ করলেও পুলিশের পক্ষ থেকে আর কোন আসামী গ্রেফতার না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনলে উপজেলাব্যাপী বৃহত্তর আন্দোরনের ঘোষণা দেন।
বক্তারা আরো বলেন, হত্যা, ধর্ষণ, জবরদখল, হিন্দুদের উচ্ছেদ করে জমি দখল, নিজ অফিসে টর্চার সেল তৈরী করে মতের বিরোধ এবং অর্থ উপর্জনসহ নানা ঘটনায় সমালোচিত আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম ২০০০ সালে গুনাইঘর গ্রামের বাংলাদেশ বেতার শিল্পী কালিপদ হত্যা মামলা, সংখ্যালঘু হিন্দু পরিবারের মা ও কিশোরী কণ্যাকে ধর্ষণ মামলাসহ বিভিন্ন মামলায় রাজনৈতিক প্রভাবে ছাড়া পেয়ে তার অপকর্ম অব্যাহত রাখে। সর্বশেষ গত ৮ এপ্রিল সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে পাওনা টাকা আদায়ের লক্ষ্যে একদল সন্ত্রাসী দিয়ে আবু সায়েম সরকার (৩৯) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ও তার ছেলে আবদুল্লাহ আল মামুন। অপহরনের পর রাত পোনে ২টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলে আবু সায়েমের লাশ। এ ঘটনায় ওই সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম রাতেই গ্রেফতার হন।
নিহত সায়েম উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের চাষারপাড় গ্রামের আবদুর রহিম সরকারের ছেলে এবং দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়ার মেয়ের জামাতা।
ওই ঘটনায় নিহতের ভাই মো. আবু কাউছার বাদী হয়ে এজহার নামীয় ৪জন ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com