সাহিত্য প্রেমীদের প্রিয় সংগঠন ‘দাউদকান্দি সাহিত্য সংসদ-এর আয়োজনে স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক কবি আলী আশরাফ খান’র সভাপতিত্বে ও দাউদকান্দি সাহিত্য সংসদ’র প্রতিষ্ঠাতা ও সদস্য সচীব সাংবাদিক শরীফ প্রধান-এর সঞ্চালনায় কবিতা পাঠ’র আসরটি সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে কবিতা পাঠ করেন, ছড়াকার খন্দকার আল মামুন। বিশেষ অতিথি হিসেবে ভয়েস আর্টিস্ট এসএম মিজান, গীতিকার ইউসুফ নাছির কবিতা পাঠ করেন। অন্যান্যের মধ্যে কবিতা পাঠ করেন, মোহাম্মদ শাহআলম সরকার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো: কামরুল হাসান, মোহাম্মাদ আবু জাফর, রোকশানা আক্তার ও মহিউদ্দিন।
স্বরচিত কবিতাগুলোর মধ্যে ছিলো, স্রস্টার দয়া ও মহিমার বর্ননা, তীব্রতাপদাহ, দাউদকান্দি আমার জন্ম ভূমি, আমি মুসলীম, কিশোর গেং, সমসাময়িক বিষয়, প্রেম ও প্রকৃতি নিয়ে। কবিতা পাঠ শেষে কামরুল হাসানের একক ও যৌথ লেখা ৩টি কবিতার বই কবি আলী আশরাফ খানকে উপহার দেন।