বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মধ্যে অবশেষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজা ইস্যুতে অস্থিরতার বিষয়ে মুখ খুলেছেন তিনি। বাইডেন বলেছেন, আমেরিকানদের বিক্ষোভ করার অধিকার আছে, তবে সহিংসতা প্রকাশের অধিকার নেই। এ খবর দিয়েছে অনলাইন রয়টার্স।
খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে বাইডেন বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানান।
ফিলিস্তিনের গাজা ইস্যুতে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ করছেন ফিলিস্তিনপন্থীরা। এতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবরও দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়া কোথাও কোথাও ইসরাইলপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়া অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কোনো কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে ক্যাম্পাসগুলোতে এমন উত্তাল পরিস্থিতিতে এতদিন মুখ খুলেননি মার্কিন প্রেসিডেন্ট। গতকালই প্রথম এই ইস্যুতে কথা বলেন বাইডেন।