বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া মধ্য গাজার বুরেজ ক্যাম্প লক্ষ্য করে বোমা হামলায় আরও ৯ জন আহত হয়েছেন।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কোনো পূর্বসতর্কতা ছাড়াই গতকাল মধ্যরাতের পর হামলা চালানো হয়।
এটি রাফাহ শহরের উত্তরে ছিল। গোটা এলাকা বোমার আঘাতে কেঁপে ওঠে। আহতদের অ্যাম্বুল্যান্সে করে কুয়েত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাজার অন্যান্য এলাকায়ও ব্যাপকভাবে হামলা চালানো হয়েছে।
এর আগে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ নগরীতে অভিযান চালানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে নেতানিয়াহু এ কথা বলেন।