বঙ্গনিউজবিডি ডেস্ক : কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সরকার টেলিভিশনটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু জানান, সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, ইসরায়েলে আল-জাজিরা বন্ধ থাকবে।
তাছাড়া যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাস যুদ্ধ বন্ধের যে প্রস্তাব দিয়েছে তাও প্রত্যাখান করেছেন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, আমরা এমন কোনো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত নই যার মাধ্যমে হামাস বাঙ্কার থেকে বেরিয়ে পুনরায় তাদের কর্যক্রম শুরু করতে পারে।
এর আগে হামাসের এক নেতা জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন।