বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের সংবিধান অনুসারে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রইসির মৃত্যুর পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ মোখবার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে মোখবার সংসদের স্পিকার ও বিচার বিভাগের প্রধানের সঙ্গে তিন সদস্যের কাউন্সিলে অংশ হবেন। এই কাউন্সিল প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে একটি নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে।