বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনাতকামী সংগঠন হামাস। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিবৃতিতে হামাস বলেছে, আমরা ইরানের ভাইদের প্রতি গভীর সমবেদনা এবং ইরানের সঙ্গে আমাদের পূর্ণ সংহতি জানাচ্ছি।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে ইসরাইলের সঙ্গে বৈরি সম্পর্ক শুরু হয় তেহরানের। এরপর থেকে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে বেশ কয়েকটি যোদ্ধাগোষ্ঠী তৈরি করে ইরান। এসব যোদ্ধাগোষ্ঠীর মধ্যে হামাস অন্যতম। ফিলিস্তিনের এই সংগঠনটি ইরানের সমর্থনে ইসরাইলের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে বেশ কয়েকবার। বিশেষ করে গত সাত মাস ধরে তেল আবিবের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে সংগঠনটির যোদ্ধারা। হামাসকে অস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান এমন অভিযোগ থাকলেও তেহরান বারবার এ অভিযোগ নাকচ করে দিয়েছে।