ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভোটারদের আতংকিত না হয়ে নির্ভয়ে এসে ভোট দেয়ার জন্য আশ্বস্ত করতে বিশেষ উদ্যোগ নেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান এবং পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপে সদর ও রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রার্থীদের কর্মী সমর্থক ও ভোটারদের প্রতি আহবান জানিয়ে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান বলেন, ভোটকেন্দ্রে আপনারা আসবেন।বাকি দায়িত্ব আমাদের।
রবিবার গভীর রাত পর্যন্ত আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের শেষ সময়ে সদর উপজেলার রুহিয়া বাজার ,ঢোলারহাট বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় উপস্থিত হয়ে স্থানীয় ভোটারদের প্রতি এই আহবান জানান তিনি।জেলা প্রশাসক বলেন,ইতোমধ্যে মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।পথে ঘাটে প্রচুর ম্যাজিষ্ট্রেট কাজ করছেন। কেউ জরুরী প্রয়োজনে মটর সাইকেল নিয়ে বের হলে ভ্রাম্যমান আদালত তথা ম্যাজিষ্ট্রেটের সামনে গিয়ে কোন বিপদে পড়তে পারেন।ভোটের দিনে ভোটকেন্দ্রে কেউ কোনরুপ গোলযোগ সৃষ্টি করলে সেও ব্যবস্থাও আমাদের আছে।
বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার অপরাধে ২ জনকে মোবাইল কোর্টে জেল দেওয়া হয়েছিল।২য় ধাপে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু করতে এখানে আমাদের প্রস্তুতি আরো শক্ত।সুতরাং আপনারা আমাদের সহযোগিতা করেন ভোট দিয়ে।আর কেউ যদি বাকা চিন্তা করেন,তাহলে তাদের প্রতি পরামর্শ সেই চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,জেলা নির্বাচন কর্মকর্তা মন্জুরুল হাসান,জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আসাদুজ্জামান প্রমুখ, এবং রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার ২ উপজেলায় ৩৫জন ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে।এছাড়াও র্যাব,পুলিশ বিজিবি আনসার কাজ করবে। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে ।জাল ভোট বা যেকোন বিষয়ে আইন শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা আইন শৃংখলা বাহিনী কঠোর হস্তে দমন করবে।