ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা নির্বাচনে আহাম্মদ হোসেন বিপ্লব ঘোড়া প্রতীকে ৪৪ হাজার ২ শ ৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সইদুল হক আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩৪ হাজার ১ শ ৮০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে সোহেল রানা (টিউবওয়েল) ৩৩ হাজার ১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজান আলী বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৮৩ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার হাঁস প্রতীকে ৩২ হাজার ৭ শ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদা ইয়াসমিন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ১ শ ৭৫।
একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ৮৩ হাজার ৩ শ ৯১ জন ভোটারের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৩ শ ৪৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ভোট প্রদানের হার ৬১.৮১%।