বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর মগবাজারে বিস্ফোরণ হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ নিরাপত্তাকর্মী হারুনুর রশিদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ৮ জন নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যার পর ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পর থেকে সেখানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার ধ্বংসস্তূপ সরাতে গিয়ে ভবনটির নিচতলায় সিঁড়ির কাছে একটি ছোট কক্ষে লাশ দেখতে পান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ‘বিকেল পৌনে চারটার দিকে ধ্বংসস্তূপের নিচে আমরা একটি লাশ দেখতে পাই। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন। ইতিমধ্যে রমনা থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। লাশটি তাদের বুঝিয়ে দেওয়া হবে।’
বিস্ফোরণের পর থেকে ভবনের নিরাপত্তাকর্মী হারুনুর রশিদ নিখোঁজ ছিলেন।
গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় এই বিস্ফোরণে এ পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেল। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। এখনো আটজন চিকিৎসাধীন। বিস্ফোরণে মূল সড়কের পাশে তিনটি ভবন প্রায় বিধ্বস্ত হয়। আশপাশের অন্তত সাতটি ভবনের কাচ উড়ে যায়। দুমড়েমুচড়ে যায় রাস্তায় থাকা তিনটি বাস।
ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, পুলিশ সদর দপ্তর এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা কমিটি করেছে। কমিটির সদস্যরা গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা সাংবাদিকদের বলেছেন, বিস্ফোরণে ঘটনাস্থল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।