দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলা (ভূমি) অফিসে নাগরিকদের স্মার্ট পরিষেবা দিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
রোববার( ৯ জুন) সকালে উপজেলার ভূমি অফিসে এ ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান এই উপজেলায় যোগদানের পর থেকে ভূমি অফিসে আমূল পরিবর্তন এসেছে। তিনি বছর খানেক আগে এই ভূমি অফিসে যোগদানের পর থেকে এখানকার ভূমি সেবা নিয়ে এই উপজেলার ভূমি সেবা প্রত্যাশীরা বেশ সন্তুষ্ট।
ভূমি সেবা প্রত্যাশীরা নির্বিঘ্নে সেবা নিতে পারছেন। তিনি যোগদানের পর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। দালালের দৌরাত্ম কমিয়েছেন। কমেছে ভোগান্তি ও হয়রানি। এখানে আসলে আগে ফাইল নিয়ে বছরের পর বছর ঘুরেও সমস্যার সমাধান হয়নি। সেসব সমস্যা তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করেছেন। করেছেন অসংখ্য মিস কেসের সমাধান। সার্বিক বিষয়ে তিনি এই উপজেলাকে স্মার্ট পরিষেবা দিতে সক্ষম হয়েছেন।