বঙ্গনিউজবিডি ডেস্ক: চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেমেছে বাংলাদেশ। এখন পর্যন্ত অপরাজিত দুই দলের লড়াইয়ে শুরুটা দারুণ করেছে টাইগাররা। প্রথম চার ওভারেই তিন উইকেটের দেখা পেয়েছে লাল-সবুজের দল।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪.১ ওভারে চার উইকেটে ২৩ রান।
আজ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। তানজিম হাসান সাকিবের করা প্রথম ৫ বল থেকে ১১ রান নেন কুইন্টন ডি কক। তবে মুখোমুখি প্রথম বলেই এলবিডব্লিউ হন আরেক ওপেনার রেজা হেনড্রিকস।
নিজের দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার ডি কককে ফেরান সাকিব। এই উইকেটকিপার ব্যাটার করেন ১৮ রান। সাকিবের তৃতীয় শিকারে পরিণত হওয়া ট্রিস্টান স্টাবস ডাক মারেন। এর আগে তাসকিনের বলে ৪ রানে বোল্ড হন মার্করাম।
আজকের ম্যাচে এক পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় খেলবেন জাকের আলী অনিক। দক্ষিণ আফ্রিকা অবশ্য অপরিবর্তিত একাদশেই খেলছে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।