বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে পেনাল্টিতে ৫ রান পেল ভারত। যুক্তরাষ্ট্রের ভুলে এই ৫ রান পায় তারা। ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো দল আইসিসির নতুন নিয়মের কারণে ৫ রান পেল। ক্রিকেটের ভাষায় পেনাল্টি, যা আমজনতার চিন্তায় ‘বিনামূল্যে’ বা ‘ফ্রি’। শব্দ যেটাই প্রয়োগ হোক না কেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে লাভটা ভারতেরই হয়েছে।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো স্টপ ক্লকের নিয়ম চালু হয়েছে। দুইটি ওভারে মাঝে ১ মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। নিয়ম অনুযায়ী, যদি কোনো দল একই ম্যাচে তিন বার দুইটি ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নেয়, তা হলে বিপক্ষ দল পেনাল্টি হিসেবে ৫ রান পাবে।
বুধবার যুক্তরাষ্ট্র বল করার সময় তিনবার দুইটি ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নেয়। সেই কারণে ভারতীয় দলকে ৫ রান দেওয়া হয় পেনাল্টিতে। যুক্তরাষ্ট্রকে হারানোর মধ্য দিয়ে সুপার এইট নিশ্চিত করেছে রোহিত-কোহলিরা।