বঙ্গনিউজবিডি ডেস্ক: আইসিসি টি-২০ বিশ্বকাপের চলতি আসরে বেশ চাপের মুখে ছিল ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। এ অবস্থায় বাঁচা-মরার ম্যাচে আজ ওমানকে উড়িয়ে দিয়েছে ইংলিশরা।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বল হাতে আগুন ঝরিয়েছে ইংল্যান্ড। যার রেশে ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে গুটিয়ে গেছে ওমান। মামুলি লক্ষ্য দুই উইকেট হারিয়ে মাত্র ৩.১ ওভার অর্থাৎ ১৯ বলেই পেরিয়ে গেছে ইংল্যান্ড। যার ফলে নেট রান রেটে বড় সুবিধা পেয়েছে তারা।
আজ বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচের শুরু থেকেই বল হাতে দাপট দেখায় ইংলিশরা। ওমানের শোয়াইব খান ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শোয়াইব করেন ১১ রান।
ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ৪ এবং মার্ক উড ও জোফরা আর্চার দুজনই তিনটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে দলটির প্রত্যেকেই ছিলেন আক্রমণাত্মক। হেসেখেলে এই লক্ষ্য তাড়া করে ইংলিশরা। দলের পক্ষে বাটলার সর্বোচ্চ ২৪ রান করেন।