জালালুর রহমান, মৌলভীবাজার: জেলার জুড়ীতে জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামে প্রতিবেশী তানভীরের হামলায় আরমান নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার রাত ১২ ঘটিকায় ঘটনাটি ঘটেছে। উপজেলার গরেরগাঁও গ্রামের সৌদিআরব প্রবাসী সুমন আহমেদের ছেলে ঈদুল হাসান আরমান (২২) কে তার বসত ঘরের সম্মুখে এসে তানভীর আহমদ ডাকাডাকি করেন। একপর্যায়ে আরমান ঘুম থেকে উঠে ঘরথেকে বাহিরে আসেন। এতে তানভীর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ের ডান পাশে আঘাত করেন। ওই সময় আরমানের খালু রফিক মিয়া বাড়ীতে যাচ্ছিলেন ঘটনাস্থলে ঘটনাটি দেখে তিনি বাধা দিতে গেলে তানভীর তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।ছুরিকাঘাতে আহত রফিক মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তানভীর, তুহিন, ইয়াজ মিয়া, তাজ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাঈন উদ্দিন জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে তাকে হত্যা করা হলো, তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।