বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে আগামী দুইদিনে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা আসছে। এর মধ্যে মডার্নার প্রথম ডোজের ১২ লাখ টিকা আসছে কাল শুক্রবার। ওই সময়ে সিনোফার্মের আরও ১১ লাখ টিকা আসবে।
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
ভিডিওতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামিকাল শুক্রবার রাত সাড়ে ১১ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ১২ লাখ টিকা এসে পৌঁছাবে। সেগুলো আমরা গ্রহণ করব।
একই সঙ্গে তিনি জানান, ওই সময়ে সিনোফার্মের আরও ১১ লাখ টিকা এসে বিমানবন্দরে পৌঁছাবে। সেগুলোও তারা গ্রহণ করবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরদিন ৩ জুন রাত সাড়ে ৮ টায় মডার্নার ১৩ লাখ টিকা এবং ভোর ৫ টায় সিনোফার্মের আরও ৯ লাখ টিকা আসবে। দুটি মিলে মোট ৪৫ লাখ টিকা আমরা পেয়ে যাবো। এরপরেই আমরা টিকার কার্যক্রম শুরু করতে পারব।