বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি। বুধবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তবব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. মাসুদ আহমেদ তালুকদার। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এলিজা জামান, সাবেক সহ-সভাপতি আব্দুস ছালাম বাতেনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তির দাবি জানান।হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।