বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজার উপ-শ্রমমন্ত্রী এহাব আল-ঘুসেইন গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। এতে আরও তিনজনসহ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস।
এর আগে হামাস জানিয়েছিল, গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় দেওয়া একটি স্কুল ভবনে ইসরাইলি বোমা হামলার পর তাদের কর্মীরা চারটি মৃতদেহ উদ্ধার ও অনেক আহতকে উদ্ধার করেছে।
আল-জাজিরার ফ্যাক্ট-চেকিং নিউজ এজেন্সি সানাদের যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, স্কুলটির নিচতলায় বোমা হামলার পর কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষ স্কুল ছেড়ে পালিয়ে যাচ্ছে।
নিহত ও আহতদের শহরের আল-আহলি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৩৮ হাজার ১৫৩ জন নিহত ও ৮৭ হাজার ৮২৮ জন আহত হয়েছেন।