1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের জন্য বরাদ্দ রেলের ১৭০টি আসন ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭৫ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রেল বিভাগের এক বিতর্কিত আকস্মিক সিদ্ধান্তে সম্প্রতি ঠাকুরগাঁও টু ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ঠাকুরগাঁওয়ের জন্য বরাদ্দ ১৭০ টি আসনের ৬০ টি আসন কেটে নেয়া হয়। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যপক প্রতিবাদ শুরু হয়। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্তের প্রতিবাদে  মানববন্ধন এর আয়োজন করেছে ” বদলে দাও ঠাকুরগাঁও ” নামের একটি সংগঠন। সোমবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা কোঅপারেটিভ মার্কেট এর সামনে অনুষ্ঠিত মানব বন্ধন এ ” বদলে দাও ঠাকুরগাঁও ” এর আহবায়ক  ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক এএসএম জসিমউদ্দিন, আল মামুন জীবনসহ জেলার বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে রাজধানী থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় আসতে বা যেতে এখনও এ এলাকার যাত্রীদের ১৪-১৬ ঘন্টা গাড়িতে কাটাতে হয়। এ অবস্থায় রাজধানী থেকে দেশের সবচাইতে দূরবর্তী রেলরুট ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের রেল যোগাযোগে বিগত বছরগুলোতে সরকারের যে প্রশংসনীয় অগ্রগতি তাকে পেছন দিকে টেনে ধরছে কিছু ষড়যন্ত্রকারী প্রভাবশালী মহল আর তাই পিছিয়ে পড়া জেলার এই সুবিধা তারা কেড়ে নেয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ঠাকুরগাঁও ও পঞ্চগড়  জেলা দুইটির প্রতি এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে কেটে নেয়া ৬০টি সহ ১৭০টি আসন ফিরিয়ে দেয়ার জোর দাবি করেন। দাবি মেনে নেয়া না হলে ঠাকুরগাঁওবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সাদিক।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com