ঠাকুরগাঁও প্রতিনিধি : কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ঠাকুরগাঁও। দুপুর থেকে সন্ধ্যার পরে পর্যন্ত দফায় দফায় চলেছে ধাওয়া-পাল্টা ধাওয়াা ও সংঘর্ষ। অন্যদিকে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।
কোটা সংস্কার ও মেধার যোগ্য স্থান অধিকারের দাবিতে আজ দুপুরে আন্দোলনে নামে ঠাকুরগাঁওয়ে সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে প্রতিবাদ সমাবেশ করেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঠাকুরগাঁও বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে হাজার হাজার আন্দোলনকারীরা। পুলিশের চোখের সামনে এতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ নিয়ে চলে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের সংঘর্ষ। এরপরে আন্দোলনকারীরা বড় মাঠ থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা ঠাকুরগাঁও চৌরাস্তার দিকে এগোলে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর আক্রমণ করে। শুরু হয় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সংঘর্ষ ঠেকাতে পুলিশ বাহিনী আন্দোলনকারীদের উপর একাধিক রাবার বুলেট ও টিয়ার্সেল ছুঁড়লে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়ে শুরু হয় ইট পাটকেলের খেলা। এতে আহত হয় সাংবাদিক, পুলিশ সদস্য সহ অনেকেই।
পরবর্তীতে ঠাকুরগাঁও বড় মাঠের সামনে আগুন জ্বালিয়ে মূল দুইটি সড়কই অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।
জাকির মোস্তাফিজ মিলু