বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের অন্তত ৯টি গ্রাম। ঢলে শতাধিক পুকুর ডুবে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে।
তলিয়ে যাওয়া গ্রামগুলো হলো- খাদলা, মাদলা, শ্যামপুর, পুটিয়া, বেলতলি, অস্টজংগল, সস্তাপুর, সাগরতলা ও গৌরাঙ্গলা।
যেভাবে পাহাড় থেকে পানির স্রোত প্রবাহিত হচ্ছে এতে প্রায় ৩০/৪০ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া সমকালকে জানান, ত্রিপুরার ঢলে ইতোমধ্যে সালদা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হয়তো সন্ধ্যার মধ্যেই নদীর তীর তলিয়ে যাবে।