বঙ্গনিউজবিডি ডেস্ক : কড়া লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় গুনতে হয়েছে অর্ধলক্ষ টাকা জরিমানা। কিন্তু বিয়েটাও করতে পারেননি তারা।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আয়োজন করা হয়েছিল বিয়ের। সরকারি বিধিনিষেধ অমান্য করে এমন আয়োজন করায় জরিমানা গুনতে হয়েছে অর্ধলক্ষ টাকা।
উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারের মালিক আব্দুস সালামকে এই জরিমানা করা হয়।
ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপস শীল এই জরিমানা করেন। এ সময় বর ও কনে পক্ষের মুচলেকাও নেন তিনি।
শুক্রবার দুপুরে এই অভিযান চালানো হয়। প্রশাসনের অভিযানের পর ভেস্তে যায় বিয়ের আয়োজন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।