ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর এলাকায় ঢাকা পঞ্চগড় মহাসড়কে, শ্যামলী নৈশ কোচ ও তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষে ঘটনাস্থলে লরি ড্রাইভার নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পর শ্যামলী গাড়ির একজন যাত্রী নিহত হয়েছেন। নিহত লড়ি ড্রাইভার হলেন বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী গ্রামের সারোয়ার হোসেন এবং শ্যামলী গাড়ির নিহত যাত্রী ঠাকুরগাঁও সদর উপজেলার চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সানাউল্লাহ।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আসা শ্যামলী নৈশ কোচ ও বালিয়াডাঙ্গী থেকে ঢাকাগামী তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান শ্যামলী নৈশ কোচটি অতিরিক্ত গতি সম্পন্ন হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানিয়েছেন যে, দুর্ঘটনা খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে একজনকে নিহত ও আহত ১৫ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। উদ্ধারকাজ এ সেনাবাহিনীর সদস্যরাও এগিয়ে আসেন।