বঙ্গনিউজবিঢি ডেস্ক: আদালাত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বহনকারী গাড়িতে ডিম ছুড়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা।
বুধবার (১৪ আগস্ট) সাড়ে পাঁচটার পর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে তাদের সিএমএম আদালতে নেয়ার পথে এ ঘটনা ঘটে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
এরআগে, নৌপথে পালানোর সময় গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।