ঠাকুরগাঁও প্রতিনিধি: ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি চলছে ঠাকুরগাঁওয়ে। বুধবার সকাল থেকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়। এ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা গত ১৫ বছরের শেখ হাসিনার দূঃশাসনের বর্ণনা করেন এবং ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবী করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আল-মামুন আলম, যুগ্ম-সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক আল মামুন, জাতীয়তাবাদী যুবদল জেলা সভাপতি চৌধুরী মহিবুল্লাহ আবু নুর, ছাত্রদলের জেলা সভাপতি মোঃ কায়েস সহ বিএনপি ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ।