বঙ্গনিউজবিডি : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি বন্ধসহ ব্যবসা বাণিজ্য পরিবেশ আরও সহজ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে।
রোববার (১৮ আগস্ট) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর আডিমন গিন্টিং এ সঙ্গে বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দাতা সংস্থাগুলো অর্থায়ন অব্যাহত রাখা প্রতিশ্রুতি দিয়েছেন আজকের বৈঠকে। আমাদের উন্নয়ন প্রকল্প চালু আছে। যৌক্তিক প্রকল্পে বিদেশের সহায়তা অব্যাহত থাকবে।