বঙ্গনিউজবিডি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: মাদক উদ্বার অভিয়ানের সময় মাদক ব্যবসায়ীদের ধারালো পলের গাইয়ে দুই র্যাব সদস্য মারাত্বক আহত হয়েছে।ওই ঘটনায় র্যাবের ডি,এ,ডি বাদী হয়ে ৯ জনকে আসামী করে নাসিরনগর থানায় মামলা দায়ের করেছে। এর মাঝে তিন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২ জুন রাত অনুমান সাড়ে ১২ ঘটিকার সময় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের ঠাকুর বাড়িতে।
ঘটনার বিবরণে ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঘটনার দিন ওই বাড়িতে মাদকের চালান আছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব ৯ শায়েস্তাগঞ্জ এর সদস্যরা গিয়ে হামলা করে। র্যাব এর উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীর ধারালো পল,লোহার রড,রাম দা নিয়ে র্যাব সদস্যদের উপর আক্রমন করে। এ সময় মাদক ব্যবসায়ীদের ধারালো পলের গাইয়ে র্যাবের এ,এস,আই বকুল হোসেন ও নায়েক তৌফিকুল ইসলাম মারাত্বক আহত হয়। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় র্যায়বের ডিএডি মোঃ হান্নান বাদী হয়ে ৯জনের বিরুদ্ধে নাসিরনগর থানার মামলা নং-২ দায়ের করে। পরে রাতে অভিযান চালিয়ে ধরমন্ডল গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে আবু মিয়া, মস্তু মিয়ার ছেলে বাহার মিয়া, মতি মিয়ার ছেলে সাত্তার মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় বাকী ৬জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
নাসিরনগর থানার অর্ফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০গ্রাম হিরোইন ও ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।