রিপোর্ট সাবের আব্দুল্লাহ : আজ শনিবার প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকেমুরাদনগর উপজেলার সুকলারচর, জাহাপুর,দুলারামপুর, দরিকান্দি, ভুবন ঘর, ধামঘরএলাকাতে পাঁচশত বন্যার্তদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।পতিটি পরিবারের মাঝে প্রবাসী কল্যান সংগঠনের লোকেরা ত্রাণ পৌঁছে দেওয়া দেন এর ভিতর ছিল স্যালাইন, বিস্কিট, মুড়ি, ঔষধ, পানি, ইত্যাদি শুকনা খাবার।
প্রবাসী কল্যাণ সংগঠনের সকল সদস্যরা বলেন ইহা সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও সেচ্ছায় অসহায় মানুষের পাশে থাকার সংগঠন।
২০২১ সাল থেকে এই সংগঠন গরিব অসহায় মানুষের পাশের থেকে কাজ করে যাচ্ছে, এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের ধন্যবাদ জানাচ্ছি কারন তাদের জন্যই আমরা এতো ভালো কাজে করতে পারছি,আপনারা সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মোঃ আজিজ মোল্লা ,উপদেষ্টা মোঃ রহিম ভূঁইয়া
প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: সুমন আরমান যুগ্ন আহবায়ক মুস্তফা সরকার এবং সংগঠনের সেচ্ছাসেবী বৃন্দ।
ত্রাণ সহযোগিতায় বিশেষ ভূমিকা রাখেন মালয়েশিয়া,প্রবাসী দিদারুল আলম
আর্থিক ভাবে প্রবাস থেকে সহযোগিতা করেন। উপদেষ্টা এম এ কামাল,প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইফুল সরকার,
প্রতিষ্ঠাতা ও আহবায়ক সোহেল খান
সদস্য সচিব সুজন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সবুজ কার্যালয়ের সদস্য নুর উদ্দিন রাজ, মোঃ ইয়াকুব, রাকিব হাসান, কামাল হোসেন,মো: আলীম, আনিছুর রহমান প্রমূখ
স্বেচ্ছাসেবী সদস্যদের মধ্যে বিশেষ ভূমিকা পালন করেন আমিনুল আরমান,
আয়োজনে মুরাদনগর প্রবাসী কল্যাণ সংস্থা সামাজিক ও অরাজনৈতিক সংগঠন