বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্মিলিতভাবে আমরা বন্যাকে মোকাবিলা করছি। পেটে পাথর বেঁধে হলেও ভারতের আধিপত্যবাদকেও আমরা মোকাবিলা করবো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে দারোগাহাট আবুল কাশেম ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।
মানবতায় ঢাকা ব্যাংকের সৌজন্যে এক হাজার বানভাসি মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।