বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের বহুল আলোচিত ও সমালোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ও ফুফাতো ভাই আনসারুল আলম চৌধুরীকে (৫৯) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন।
সোমবার তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোহাম্মদ তাহইয়াতুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউএস-বাংলার একটি ফ্লাইটে করে আনসারুল করিম চৌধুরী দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানবন্দর অভিবাসন পুলিশের কাছে তার তথ্য ছিল। পরে আটক করে তাকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক আনসারুল আলম চোধুরী বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। ভোগ্যপণ্যের পাইকারি কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জের ‘আনছার ট্রেডিং’ ও ‘ইনহেরেন্ট ট্রেডিং’ নামে দুটি প্রতিষ্ঠানের মালিক তিনি।
আনসারুল সিভিল এভিয়েশন ও বিমানবন্দর গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত। তিনি ইসলামী ব্যাংকের চাক্তাই শাখা থেকে ১৪০০ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন।
ইসলামী ব্যাংক ছাড়াও আনসারুলের নামে ৩৪০ কোটি টাকার ঋণ রয়েছে জনতা ব্যাংকে। ২০২২ সালে ব্যাংকটির আগ্রাবাদ করপোরেট শাখা থেকে এই ঋণ নেন আনসার। এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের ১ হাজার ১৫০ কোটি টাকার এফডিআর দেখিয়ে আনসার ট্রেডিংয়ের নামে এই ঋণ নেয়। ১ হাজার ১০০ কোটি টাকার এফডিআর থাকা এই স্বত্বাধিকারীর অ্যাকাউন্ট ওপেনিং ফরমে মাসিক আয় উল্লেখ রয়েছে মাত্র ২ লাখ টাকা।