বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম মুখোমুখি টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। দুই প্রার্থীর বিতর্কের বিভিন্ন প্রসঙ্গে জায়গা করে নেয় রাশিয়া–ইউক্রেন যুদ্ধ।
তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ট্রাম্প এবং কমলার বিতর্ক নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস।
ট্রাম্প এবং কমলার প্রথম বিতর্ক সম্পর্কে মন্তব্য করতে বললে স্পুটনিক রেডিওকে জাখারোভা বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না কেন এটি বড় খবর।’
‘আমাদের জন্য এটা কী বড় খবর? এমন সব মানুষের অনুষ্ঠান দেখা, যারা পরিষ্কারভাবে তাদের কথার জন্য কোনো জবাবদিহিতার মুখোমুখি হয় না?’
জাখারোভা আরও বলেন, ‘তাদের দুইজনের কথা শোনাটা পাগলের মতো ছিল…আসলে তারা কীভাবে এবং কীসের জন্য বিশ্বকে শাস্তি দিতে যায়, তা নিয়ে আলোচনা করছে।’
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, নির্বাচনে গোপনে হস্তক্ষেপ করতে চেষ্টা শুরু করেছে রাশিয়া। এর মধ্যেই ভুল তথ্য প্রচার ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার সরকারি টিভি চ্যানেল আরটি নেটসহ দুইটি সংস্থা ও ১০ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
এ দিকে মঙ্গলবারে বিতর্কে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে ইউক্রেন যুদ্ধ থামাবেন তিনি।