জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য কবি মোশাররফ হোসেন ইউসুফ দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত। গত ১৫ জুলাই রোববার রাত সাড়ে আটটায় রাজধানীর আজিমপুর এলাকায় দুষ্কৃতকারীরা মোশাররফ হোসেন ইউসুফসহ আটজনকে কিল-ঘুসি মেরে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে তাদের সঙ্গে থাকা প্রায় ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। মোশাররফ হোসেন ইউসুফের ঠোঁটের ওপরের অংশে আটটি সেলাই দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
এ ব্যাপারে থানায় কোনো মামলা করলে তাদের জীবন নাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে কবি মোশাররফ হোসেন ছাড়া সবাই ব্যবসায়ী।
সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন ইউসুফ ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির নির্বাচিত সহ সভাপতি।
তিনি পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছেন।