বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয়। বুঝতে হবে পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে।
সংস্কার চাপিয়ে দেয়া নয় দাবি করে তিনি আরও বলেন, সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজন। এ বিষয়ে সবার কাছ থেকে মতামত আশা উচিত।
তবে নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেন ফখরুল।