বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৮.৭৭ শতাংশ।
মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ চৌধুরী।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৩টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬১৬ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২২৫ জন। একদিনে সুস্থ হয়েছেন আরও ২২ জন।