বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেন থেকে তেলআবিবের ওই বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যখন কিনা ইসরাইলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন।
বিবৃতিতে জেনারেল সারি বলেন, ‘আমরা নেতানিয়াহুর আগমনের সময় বেনগুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি’।
তিনি আরও বলেন, ‘শত্রুর অপরাধের জবাব দেওয়া এবং গাজা ও লেবাননের প্রতিরক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী উত্তেজনার মাত্রা বাড়াতে আমরা দ্বিধা করব না’।
জেনারেল সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের অভিযান তখনই বন্ধ হবে, যখন গাজা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হবে’।
এদিকে ইসরাইলি সেনাবাহিনীর বরাতে জানানো হয় যে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে।
ইসরাইলি মিডিয়া জানায়, তেলআবিবের উত্তরের দুটি অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং এর পরে ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
টাইমস অফ ইসরাইল জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবারও ইসরাইলি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বাজিয়ে দিয়েছে।
তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি