বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সরকার পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা-মন্ত্রী। এর মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও।
মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরায় দেখা গেছে তাকে। সংবাদমাধ্যমটি জানায়, কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে। এছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। এ সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক বিষয়টি নিশ্চিত করেছেন।