বঙ্গনিউজবিডি ডেস্ক : নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইজ। বুধবার দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সশস্ত্র একটি দল মাঝরাতে প্রেসিডেন্ট জোভেনালের বাড়িতে হামলা চালায়। এসময় তাকে ও তার স্ত্রীকে টার্গেট করে গুলি করে তারা। এতে প্রেসিডেন্ট মোইজ নিহত হয়েছেন। তবে গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন তার স্ত্রী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।